উত্তরঃ এই সিরিজ এবং প্যারালাল প্রসেস
জানতে হলে আগে জানতে হবে, সিরিজ কী এবং প্যারালাল কী?
একটি উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি, সিরিজ
হচ্ছে অনওয়ে অনলেন রাস্তার মত। যেখানে একদিক থেকে শুধু একটি গাড়ি যেতে পারবে। আর
প্যারালাল হচ্ছে মাল্টিওয়ে মাল্টিলেন রাস্তার মত। যেখানে এক সাথে একাধিক গাড়ি
চলাচল করতে পারে।
আরেক টি উদাহরণের মাধ্যমে সিরিজ এবং
প্যারালাল প্রসেস বুঝিয়ে দিচ্ছি, মনে করেন আপনি একটি মুদির দোকানে গেলেন যে দোকানে
একজন দোকানদার, আপনি অর্ডার করলেন ১কেজি আটা, ১/২ কেজি চিনি, ১লিটার তেল দেয়ার
জন্য। অর্ডার করার পর দোকানদার তার আসন থেকে উঠলো এবং একটি একটি করে নিয়ে আসল। এটি
হচ্ছে সিরিজ প্রসেস।
আর যদি এমন একটি দোকানে যান যেখানে
তিন জন দোকানদার আছে তাহলে আপনি উপরোক্ত তিনটি জিনিস আপনি প্রায় একই সময়ে পাবেন। অর্থাৎ
আপনার অর্ডারে তিনটি জিনিস দেয়ার কাজটি তিনজন ভাগ করে নিবে ফলে সময় কম লাগবে। এটি
প্যারালাল প্রসেস।


No comments:
Write comments