April 30, 2018

ডেডলক কী?

কম্পিউটার প্রসেসিং এ ডেডলক একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেডলক কম্পিউটার প্রসেসিং এর এমন একটি অবস্থা যেখানে কম্পিউটার কোন কাজ করে না অর্থাৎ অচলাবস্থা বা হ্যাং অবস্থা।
এই অবস্থাটি  তখন ঘটে যখন একই সাথে একাধিক ইন্টারাপ্ট রিকোয়েস্ট করা হয় এবং দুটির-ই  priority সমান হয় । priority সমান হওয়ার কারণের প্রসেসর কোন কাজটি করবে তা সিদ্ধান্ত নিতে পারে না ফলে অচলাবস্থার সৃটি হয়।

No comments:
Write comments

© 2014 Tech Implication. Designed by Bloggertheme9 | Distributed By Gooyaabi Templates
Powered by Blogger.