May 3, 2018

চার্লস ব্যাবেজ

চার্লস ব্যাবেজ ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। ব্যাবেজ ১৮৩৩ সালে আধুনিক কম্পিউটারের মত সংগঠন নিয়ে গঠিত একটি মেকানিক্যাল মেশিনের পরিকল্পনা করেছিলেন। সেই মেশিনে ছিল নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক অংশ, স্মৃতি অংশ এবং অন্যান্য উন্নত বৈশিষ্ট্য। এটি ' অ্যানালিটিক্যাল ইঞ্জিন' নামে পরিচিত ছিল এবং এটি এখন আধুনিক কম্পিউটারের উত্তরসূরী হয়ে আছে যার ফলে চার্লস ব্যাবেজ আজ কম্পিউটারের জনক। 

No comments:
Write comments

© 2014 Tech Implication. Designed by Bloggertheme9 | Distributed By Gooyaabi Templates
Powered by Blogger.